Wednesday, August 17, 2016

RESULT

যেকোন ধরনের রেজাল্ট নিতে নিচের লিংকে ক্লিক করুনে
এখানে ৪ টা লিংক দেওয়া আছে
 ১. এইচ.এস.সি রেজাল্ট নিতে নিচের লিংকে ক্লিক করুন


http://www.educationboardresults.gov.bd/regular/index.php


 ১. এইচ.এস.সি রেজাল্ট নিতে নিচের লিংকে ক্লিক করুন
http://educationboardresults.info/hsc-result-2016-publishing-date-finalizes/#

 ১. এইচ.এস.সি রেজাল্ট নিতে নিচের লিংকে ক্লিক করুন
http://www.hsscresult2016.com/p/check-result.html


 ১. এইচ.এস.সি রেজাল্ট নিতে নিচের লিংকে ক্লিক করুন
http://www.studentstation.com/results/hsc-result.aspx

Thursday, July 28, 2016

JOB CIRCULAR

Rupali Bank Limited Job Circular 2016

 
Job Title: Senior Officer

■ Job Description: Rupali Bank Job Circular name is Senior Officer. This job is only eligible for all Bangladesh citizenship candidates.

■ Online Application Starts: July 27, 2016 (Senior Officer)

■ Application Deadline: August 15, 2016 (Senior Officer)

Job Nature: Full-time
Job Type: Banking (Rupali Bank)
Employment Type: Permanent.
Education Qualification: Master’s degree/ Four year honors degree from a reputed university with at-least one first division/class in any examination. Third division/class in any examination is not allowed and also Applicant must have Computer Knowledge.

https://erecruitment.bb.org.bd/onlineapp/apply_job.php

 

Saturday, July 23, 2016

GAME

কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ


অনেক দিন পরেই ভারতের হয়ে মাঠে নেমেছেন মোহাম্মদ শামি। ক্যালেন্ডারের পাতার হিসাবে ১৬ মাস। কিন্তু দীর্ঘ বিরতি যে তাঁর বোলিংয়ের ধার এতটুকু কমিয়ে দেয়নি, তার প্রমাণ তিনি রাখলেন অ্যান্টিগা টেস্টে। সঙ্গে যোগ দিলেন উমেশ যাদব। প্রথম ইনিংসে ভারতের ৫৬৬ রানের জবাবে ২৪৩ রানে গুটিয়ে যাওয়ার পর ফলোঅনে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।
শামি-যাদব দুজনেই নিয়েছেন ৪টি করে উইকেট। শামির বোলিং পরিসংখ্যানটা এমন—২০-৪-৬৬-৪, যাদবের ১৮-৮-৪১-৪—দুজনের তোপেই গুড়িয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেছেন ক্রেইগ ব্রাফেট। ২৯১ মিনিট উইকেটে থেকে ২১৮ বল খেলে ব্রাফেটই যা একটু প্রতিরোধ গড়েছিলেন। ব্রাফেটকে কিছুটা সহায়তা দিয়েছেন লেট অর্ডারে ব্যাট করা শেন ডরিচ—তাঁর সংগ্রহ ৫৭। এ ছাড়া অধিনায়ক জেসন হোল্ডারের ব্যাট থেকে এসেছে ৩৬ রান। শামি ও যাদবের পাশাপাশি ২ উইকেট তুলে নেন লেগস্পিনার অমিত মিশ্র। ২৪৩ রানে অলআউট হয়ে ফলোঅনে নেমেও ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ। স্কোরবোর্ডে ২১ রান তুলেতেই তারা হারিয়েছে প্রথম ইনিংসের সর্বোচ্চ স্কোরার ক্রেইগ ব্রাফেটকে। দ্বিতীয় ইনিংসে ব্রাফেটের উইকেটটিও তুলে নিয়েছেন মোহাম্মদ শামি।
প্রথম ইনিংসেই টেস্টে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন শামি। ১৩ টেস্টে ৫০ উইকেট নিয়ে শামি ভাগ বসিয়েছেন ভেংকটেশ প্রসাদের রেকর্ডে। প্রসাদও ১৩ টেস্টে ৫০ উইকেট নিয়েছিলেন। এই দুজনের চেয়ে দ্রুত আর কোনো ভারতীয়ই টেস্টে ৫০ উইকেটের মাইলফলক ছুঁতে পারেননি। রেকর্ড ছুঁয়েছেন উইকেটকিপার ঋদ্ধিমান সাহাও। ইনিংসে ৬ ক্যাচ নিয়ে তিনি ব্র্যাকেটবন্দী হয়েছেন মহেন্দ্র সিং ধোনি ও সৈয়দ কিরমানির সঙ্গে। ভারতের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছয়টি ক্যাচ নেওয়ার কীর্তি এর আগে এই দুজনেরই ছিল। সূত্র: টেন ২।

ENTERTAINMENT

প্রথম আসরের চ্যাম্পিয়ন শারমীন

 

আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান–এর (পাওয়ার্ড বাই ইউনিভার্সাল ফুড) প্রথম আসরের চ্যাম্পিয়নের মুকুট উঠল ময়মনসিংহের শারমীনের মাথায়। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গত শুক্রবার সন্ধ্যায় ছিল এই নিয়ে জমকালো আয়োজন। দর্শকদের এসএমএস ভোট আর বিচারকদের রায়ে চ্যাম্পিয়নের মুকুট জয় করেন এই শিল্পী। পুরস্কার হিসেবে ঝলমলে মুকুটের পাশাপাশি তিনি পান পুরস্কারের অর্থমূল্য ১০ লাখ টাকার চেক।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ ফরিদপুরের মো. খায়রুল ইসলাম পান ৫ লাখ টাকার চেক। দ্বিতীয় রানারআপ (যৌথভাবে) চাঁপাইনবাবগঞ্জের ইয়াসমিন অংকন ও রাজশাহীর আল-আমিন আলী পান ৩ লাখ টাকার চেক। সারা দেশ থেকে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন প্রায় ৬০ হাজার প্রতিযোগী।

ইউনিভার্সাল ফুড লিমিটেডের সৌজন্যে ‘স্বর্ণালি কণ্ঠ’র জন্য ১ লাখ টাকার চেক পেয়েছেন চট্টগ্রামের ইলমা বিনতে বখতেয়ার। ‘আলোকিত শিল্পী’ ও ‘উজ্জ্বল তারকা’র ১ লাখ টাকার চেক পেয়েছেন যথাক্রমে ফরিদপুরের মো. বিল্লাল হোসেন ও মো. নাজমুল হাসান।

চ্যাম্পিয়ন, প্রথম ও দ্বিতীয় রানারআপ পুরস্কারের অর্থমূল্য ছাড়াও পেয়েছেন ইমপ্রেস এভিয়েশনের সৌজন্যে হেলিকপ্টার ভ্রমণের সুযোগ, ইমপ্রেস অডিও ভিশন থেকে সিডি ও ডিভিডি প্রকাশ, ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ ইত্যাদি। হেলিকপ্টার ভ্রমণের সুযোগের পুরস্কারটি তুলে দেন চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ। বিজয়ী ব্যক্তিদের জন্য পুরস্কার ঘোষণা করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। 

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং পরিচালক মুকিত মজুমদার, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজেসের পরিচালক তৌফিকুর রহমান, ইউনিভার্সাল ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসাইন, প্রতিযোগিতার প্রধান দুই বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা ও আইয়ুব বাচ্চু, সংগীতশিল্পী সাংসদ মমতাজ ও রুনা লায়লা। এ সময় বিচারকদের সঙ্গে গাওয়া সেরা-৭-এর একটি সিডির মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এটি প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন।
স্যার ফজলে হাসান আবেদ বলেন, কর্মময় নাগরিক জীবনের ব্যস্ততা সত্ত্বেও এখানে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তাতে বোঝা যাচ্ছে অনুষ্ঠানটি কত জনপ্রিয়। এ সময় তিনি ব্র্যাকের কার্যক্রমের কিছু অংশ তুলে ধরেন। তিনি আশা করেন, আড়ং ডেইরি ও চ্যানেল আইয়ের এ উদ্যোগ গ্রামীণ লোকসংগীতের উন্নয়নে বিশেষ অবদান রাখবে।
এরপর প্রতিযোগিতার প্রধান দুই বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা ও আইয়ুব বাচ্চু মঞ্চে আসেন। বন্যার গাওয়া ‘কেন পিরিতি বাড়াইলা’ গানের সঙ্গে ২০ নারী শিল্পী প্রদীপ নিয়ে মঞ্চে প্রবেশ করেন। রেজওয়ানা চৌধুরী বন্যা শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এই প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে অসম্ভব সম্মানিত হয়েছি।’ আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ গানের সঙ্গে ৩০ জন নৃত্যশিল্পী মঞ্চে আসেন। আইয়ুব বাচ্চু বলেন, ‘এই প্রতিযোগিতায় এসে আমি অনেক কিছু শিখেছি।’
বিজয়ীদের নাম ঘোষণা করেন ফারজানা ব্রাউনিয়া। প্রতিযোগিতাটি পরিচালনা করেছেন ইজাজ খান। অনুষ্ঠা



NEWS

চার নম্বর ঘাট দিয়ে সীমিত যান চলাচল শুরু

দৌলতদিয়া ফেরিঘাটের চার নম্বর ঘাট দিয়ে সীমিতভাবে যান চলাচল শুরু হয়েছে। আজ রাত পৌনে দশটার দিকে এই যান চলাচল শুরু হয়। তবে এখনো দুটি ঘাট পুরোপুরি বন্ধ রয়েছে। আর তিন নম্বর ঘাট দিয়ে আগে থেকেই সীমিতভাবে যান চলাচল চালু ছিল।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম রাতে প্রথম আলোকে জানান, পৌনে দশটার দিকে কে টাইপ ফেরি ‘কপোতীর’ মাধ্যমে সীমিতভাবে যান চলাচল শুরু হয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন, আজ রাতের মধ্যেই একটি ঘাট চালুর জন্য তাঁরা কাজ করে যাচ্ছেন।
এদিকে সব ঘাট চালুর জন্য সংস্কার কাজ চলার মধ্যেই পদ্মায় আবারও ভাঙন শুরু হয়। সোমবার দিবাগত রাতে ১ ও ২ নম্বর ঘাট এলাকার আরও প্রায় ১২০ ফুট অংশ পদ্মায় বিলীন হয়ে গেছে। গত ২৭ জুলাই দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটটি বন্ধ হয়ে যায়। এরপর ৩১ জুলাই ২ নম্বর এবং ৫ আগস্ট ১ নম্বর ঘাটেও ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। গত কয়েক দিন ধরে ৩ নম্বর ঘাটের একটি মাত্র র‌্যাম দিয়ে কোনোরকমে ছোট গাড়ি আর অ্যাম্বুলেন্স পারাপার হচ্ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শাহ আলম জানান, সোমবার দিবাগত রাতে ১ নম্বর ফেরিঘাট সড়ক ও ঘাটের প্রায় ৮০ ফুট অংশ পদ্মায় বিলীন হয়। সোমবার সন্ধ্যা পর্যন্ত দুই নম্বর ঘাটটি কিছুটা ঠিক করা হলেও, ভাঙন অব্যাহত থাকায় এবং তীব্র স্রোতের কারণে রাত সাড়ে আটটার দিকে একটি ফেরি ভেড়ার চেষ্টা করেও পারেনি। রাতে ওই ঘাটের আরও প্রায় ৪০ ফুট নদীতে ভেঙে যায়।
দুই নম্বর ঘাটের পন্টুনের লস্কর শামসুল আলম জানান, সোমবার সন্ধ্যায় ঘাটের প্রাথমিক কাজ শেষ করে ফেরি ভেড়ানোর নির্দেশ পেলে রাত সাড়ে আটটার দিকে কেটাইপ ফেরি ‘কপোতী’ যাত্রী ও ছোট গাড়ি নিয়ে ঘাটে ভেড়ার চেষ্টা করে। কিন্তু ঘাটে তীব্র স্রোতে ‘আলাদ’ (বিশেষ ধরনের রশি) ছিঁড়ে ফেরিটি ভাটিতে ভেসে যায়। পরে চেষ্টা করে তিন নম্বর ঘাটে ভেড়ানো হয়।
ঘাটের এই অচলাবস্থা না কাটায় দৌলতদিয়ায় আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত তিন শতাধিক যানবাহন আটকে ছিল। এর মধ্যে শতাধিক বাস ও ট্রাক আটকে রয়েছে প্রায় এক সপ্তাহ ধরে। একেকটি ফেরি ঘাটে ভিড়ছে প্রায় দেড়-দুই ঘণ্টা পর। এতে তাদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
সাতক্ষীরার ভোমরা থেকে আসা ট্রাক চালক মিঠু সরদার জানান, গত বৃহস্পতিবার রাতে তারা ঘাটে যানজটে আটকা পড়েন। ফেরির টিকিট হাতে পাওয়ার পরও ফেরিতে উঠতে পারেননি। ফেরিতে বড় গাড়ি পারাপার বন্ধ হওয়ায় ঘাটেই পড়ে আছেন। যশোর থেকে সবজি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে গত শনিবার সন্ধ্যায় ঘাটে পৌঁছে ট্রাক চালক খোকন নদী পাড়ি দিতে না পেরে, বাধ্য হয়ে পরদিন কম দামে কাঁচা পণ্যগুলো রাজবাড়ী গিয়ে বিক্রি করেন।
এর আগে মঙ্গলবার বিকেলে দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘৩ নম্বর ঘাটের আংশিক দিয়ে সীমিত আকারে ফেরি পারের সঙ্গে ৪ নম্বর ঘাটটি মঙ্গলবার রাতে চালুর চেষ্টা চলছে। এ ছাড়া ২ নম্বর ঘাটটি মোটামুটি চলাচলের উপযোগী থাকলেও তীব্র স্রোতের কারণে ফেরি ভিড়তে না পারায় কার্যত বন্ধ রয়েছে। আর ১ নম্বর ঘাটের ভাঙন অব্যাহত থাকায় সেটি এই মুহূর্তে চালু করা যাচ্ছে না।’
এদিকে, ঘাট ও সড়ক মেরামতে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, ঘাটের ভাঙন ঠেকাতে গাব গাছের বল্লি ও বাঁশ দিয়ে পাইলিং করা হয়েছে। এই পাইলিং টিকবে কি না তা নিয়ে সন্দেহ আছে। এ ছাড়া সড়কের কাজে যে ইট ব্যবহার করা হচ্ছে তার মানও ভালো নয় বলে জানান তারা।
সংস্কার কাজে নিয়োজিত শ্রমিক সর্দার আবদুল জববার বলেন, ‘বর্তমানে অধিকাংশ ইটভাটা তলিয়ে গেছে। ভাটা থেকে জরুরি কাজে এই ইট আনা হয়েছে। তবে প্রথম শ্রেণির না হলেও খারাপ ইট নয়।’
সওজ রাজবাড়ীর উপসহকারী প্রকৌশলী ও কাজের তদারকি কর্মকর্তা মাহবুবুর রহমান দাবি করেন, বৃষ্টি ও বন্যার পানি পাওয়ায় ইটের রং এ রকম দেখা যাচ্ছে। তবে মান খারাপ মানতে নারাজ তিনি। দুই একটির সমস্যা থাকতে পারে। এ জন্য কাজের কোনো ক্ষতি হবে না বলে তিনি জানান।

  পানি পরীক্ষায় ব্যর্থ গ্যালাক্সি এস–৭ অ্যাকটিভ!


 স্যামসাংয়ের পানিরোধী স্মার্টফোন পানিতে নিমজ্জন পরীক্ষায় ব্যর্থ হয়েছে। পরীক্ষাটি পরিচালনা করেছিল নেতৃস্থানীয় পণ্য পর্যালোচনা ওয়েবসাইট কনজ্যুমার রিপোর্ট। স্যামসাং গ্যালাক্সি এস-৭ অ্যাকটিভ ফোনটিকে একটি পানিভর্তি ট্যাংকে রাখার পর তা অকার্যকর হয়ে যায়। ট্যাংকটিতে কৃত্রিমভাবে পাঁচ ফুট পানি রাখার মতো পরিবেশ তৈরি করা হয়। পণ্য পর্যালোচনার ওয়েবসাইট কনজ্যুমার রিপোর্টস একইভাবে এর আরও একটি ফোনে পরীক্ষা চালায় এবং সেটিও ব্যর্থ হয়।

তবে স্যামসাং বলেছে, এটা সম্ভবত ত্রুটিপূর্ণ ফোনসেট ছিল। তাই এটা শতভাগ জলরোধী হতে পারেনি।
আধা ঘণ্টা পানিতে রাখার পর প্রথম ফোনসেটের পর্দা কাজ করছিল না, সবুজ রেখা দেখা যাচ্ছিল। ক্যামেরা লেন্স থেকে বুদ্‌বুদ বের হচ্ছিল। দ্বিতীয় সেটটিতেও একই সমস্যা ছিল।
এস-৭ অ্যাকটিভের বিজ্ঞাপনে বলা হয়েছে, এটি পানিরোধক। স্যামসাংয়ের ওয়েবসাইটেও লেখা রয়েছে গ্যালাক্সি এস সেভেন ‘অ্যাকটিভ আইপি ৬৮’ সত্যায়িত। এটি যুক্তরাষ্ট্রে বিক্রি হচ্ছে, কিন্তু যুক্তরাজ্যে পাওয়া যাচ্ছে না।
ছয় বছর আগে আইফোন ফোর এসের অ্যান্টেনায় যে সমস্যা ছিল, সেটা অ্যাপল স্বীকার করার আগেই কনজ্যুমার রিপোর্ট শিরোনাম করে ফেলেছিল। ফোনসেট নির্মাতারা যখন তাদের পণ্যকে পানি প্রতিরোধী বলে প্রচার করে, তখন কনজ্যুমার রিপোর্ট সাধারণত সেটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায়।
স্যামসাং বলেছে, তারা কিছু সেট নিয়ে এ রকম অভিযোগ পেয়েছে এবং সেটগুলোতে যেহেতু ওয়ারেন্টি দেওয়া, তাই তারা এ সমস্যার সমাধানও করে দিচ্ছে। অ্যাকটিভ মডেলের সেটটি জুন মাসে দ্রুত বিক্রীত পণ্যের কাতারে ছিল।
সূত্র: বিবিসি

কামরাঙ্গীরচরে পোশাক কারখানায় আগুনে দগ্ধ ৬

রাজধানীর কামরাঙ্গীরচরে ছোট দুটি পোশাক কারখানায় গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে আগুন লাগে। এতে ছয়জন দগ্ধ হয়েছে। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, কামরাঙ্গীরচর এলাকায় গতকাল রাতে দুটি ছোট পোশাক কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এতে ছয়জন দগ্ধ হয়। আগুন লাগার কারণ জানা যায়নি।
মুস্তাফিজের বোলিং বুঝছে না সতীর্থরাই!

 মুস্তাফিজ তাঁর সব সতীর্থকে তখনো চিনে উঠেছেন কি না বলা কঠিন। মুস্তাফিজকে বাকিরা চেনেন নিশ্চয়ই। মানুষ মুস্তাফিজকে চিনলে কী হবে, মুস্তাফিজের বোলিং যে চিনতে আর বুঝতে পারছেন না তাঁর সতীর্থরাই! কাল ম্যাচ শেষে অধিনায়ক লুক রাইট বিশেষ করে পিঠ চাপড়ে দিলেন উইকেটকিপার ক্রেগ কাচোপার। কাচোপা যেন ঠিকঠাক উইকেটের পেছনে বলগুলো ধরতে পেরেছেন মুস্তাফিজের! 

রাইট বলেছেন, ‘ও কী করতে যাচ্ছে এটা বোঝা খুব কঠিন। অনুশীলনে আমরা চেষ্টা করছিলাম ওর বোলিং বোঝার। কিন্তু পারিনি। আমাদের কিপার ক্রেগ কাচোপাকে বাহবা দিতেই হবে ও আজ বেশ ভালো কিপিং করেছে। আগে ওর বোলিং আমরা দেখিনি বা খেলেনি। তাই কাজটা একদমই সহজ ছিল না।’
মুস্তাফিজের কাজটাও কত কঠিন ছিল মনে করিয়ে দিয়েছেন রাইট। সোজা উড়ে এসে দ্রুত সবকিছু মানিয়ে নিয়ে এমন ম্যাচ সেরা পারফরম্যান্স। রাইট তাই বললেন, ‘ও কালকেই (পরশু) বিমানে করে উড়ে এসেছে। এরপর সোজা মাঠে নেমে এমন বোলিং। সত্যিই আমরা খুবই স্পেশাল একটা প্রতিভা পেয়ে গেলাম।’

 Agrani Bank Limited jub Circular

  https://erecruitment.bb.org.bd/onlineapp/appform.php

হঠাৎ প্রিজমার আলোড়ন

প্রকাশের সপ্তাহ পাঁচেকের মধ্যেই ৪০টির বেশি দেশে ছবিতে বিশেষ আবহ (ইফেক্ট) যোগ করার অ্যাপ প্রিজমা অ্যাপলের অ্যাপ স্টোরের তালিকার শীর্ষে চলে আসে। ৭৫ লাখের বেশিবার নামানো এই অ্যাপ প্রতিদিন ব্যবহার করছে প্রায় ১৫ লাখ ব্যবহারকারী। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের নিউজফিডেও দেখা যায় ‘প্রিজমা ইফেক্ট’। অ্যাপটি শুধু অ্যাপলের আইওএস ব্যবহারকারীর জন্য হওয়ায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে একধরনের ক্ষোভ দেখা যায়। অনেকে আবার এটাকে ‘ভাইরাস’ হিসেবে উল্লেখ করেন, যা ভাইরাসের মতোই দ্রুত ছড়িয়ে পড়ছে। মজা করতেও ছাড়েননি অনেকে।

ফেসবুকে কেউ কেউ মজা করে লিখছেন, সেই আশির দশক থেকেই বাংলাদেশে প্রিজমা ইফেক্ট চলে আসছে। কারণ, রিকশাচিত্রের ধরনটাও এমনই। অনেকে বলছেন, ভালো ছবি নষ্ট করে ফেলছে প্রিজমা অ্যাপ।
অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে অ্যাপটির একটি পরীক্ষামূলক অ্যান্ড্রয়েড সংস্করণ প্রকাশ করে রাশিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি। তবে প্রকাশেরই পরপরই তা বন্ধ করে প্রিজমা এআইয়ের ফেসবুক পাতায় লেখা হয়, পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য তারা সংগ্রহ করেছে। এই মাসের শেষ নাগাদ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য প্রিজমার একটি পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশ করা হবে।
ব্যবহারকারীদের তালিকায় সাধারণ মানুষ তো বটেই, আছেন বলিউড-হলিউডের তারকারাও। এদিকে আলবার্ট আইনস্টাইনের পাতা থেকেও তাঁর একটি ছবি প্রিজমা অ্যাপে ইফেক্ট দিয়ে প্রকাশ করা হয়। প্রিজমা অ্যাপের মাধ্যমে স্মার্টফোন বা ট্যাবলেটে ছবি তুলে চিত্রকর্মে পরিণত করে। ছবি বিশ্লেষণ করতে ব্যবহার করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। টেক ক্রাঞ্চকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সি মইসিকোভ বলেন, ‘একজন চিত্রশিল্পী যেভাবে আপনাকে দেখে কিংবা ছবি দেখে ছবি আঁকেন, আমরা সেভাবে ছবি তৈরি করি।’

 সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়া শহরের বজলুর মোড় এলাকায় গতকাল বুধবার ইজিবাইকের ধাক্কায় এক শিশুর প্রাণ গেছে। একই দিন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাহেন্দ্রর ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
কুষ্টিয়ায় নিহত শিশুর নাম খালিদ ইসলাম (৩)। সে শহরের কালীশংকরপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে। মঠবাড়িয়ায় নিহত ব্যক্তির নাম আবু সরদার (৫৮)। তাঁর বাড়ি খায়েরঘটিচোরা গ্রামে। তিনি মধ্য গিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
কুষ্টিয়া: পুলিশ সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে মেজ ভাইকে স্কুলভ্যানে তুলে দিতে খালিদ ইসলাম বাবা সাইদুল ইসলামের সঙ্গে বজলুর মোড় এলাকায় যায়। সেখানে সে পাশের মুদি দোকানে চানাচুর কিনতে যাচ্ছিল। পথে শহরের নিশান মোড় থেকে বজলুর মোড়ের দিকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পিরোজপুর: পুলিশ, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আবু সরদার তাঁর বাড়ি থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে মঠবাড়িয়ায় যাচ্ছিলেন। সকাল পৌনে ১০টার দিকে মঠবাড়িয়া-মিরুখালী সড়কের হারজী এলাকায় মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবু সরদার ও মোটরসাইকেলের চালক আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু সরদারকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ফেরদৌস ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই আবু সরদার মারা যান।

পদ্মা সেতুর ৩৭ শতাংশ কাজ সম্পন্ন: সেতুমন্ত্রী







সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর নির্মাণকাজ ২০১৮ সালের মধ্যে সম্পন্ন করার বিষয়টি কর্মপরিকল্পনা অনুসারেই এগিয়ে চলছে। ইতিমধ্যে সেতুর ২২টি পাইলিং স্থাপন করা হয়েছে। সেতুর মোট কাজ হয়েছে ৩৭ শতাংশ।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু এলাকায় আকস্মিক সফরে আসেন মন্ত্রী। তিনি নদীতে জাহাজ নিয়ে কাজের অগ্রগতি ও কর্মরত কর্মীদের নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন।
এরপর ফিরে এসে গণমাধ্যমকর্মীদের কাছে মন্ত্রী পদ্মা সেতু প্রকল্প এলাকায় কর্মরত দেশি ও বিদেশি কর্মীদের জন্য নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেল চারটার দিকে তিনি আবার ঢাকার উদ্দেশে ফিরে যান।

এরদোয়ান এ যুগের সুলতান সুলেমান?

সুলতান সুলেমান। তুরস্কের ৬০০ বছরের অটোমান সাম্রাজ্যের অন্যতম সফল শাসক। একটি টিভি সিরিয়ালের বদৌলতে নামটি এখন বাংলাদেশের ঘরে ঘরে বেশ পরিচিত। সম্প্রতি সমর্থকদের রাস্তায় ডেকে এনে সেনা অভ্যুত্থান ব্যর্থ করে দিয়ে আলোচনায় আছেন ওই দেশেরই বর্তমান শাসক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দুই শাসকের মধ্যে কিছু বিষয়ে মিল থাকায় অনেকের মনে প্রশ্ন—এরদোয়ান কি এই যুগের সুলতান সুলেমান?

SUGGESTION

মাউসের কত কাজ

 কম্পিউটারের মাউসের কাজ কি শুধু ডান, বাঁ ক্লিকেই শেষ? মাউস দিয়ে এমন অনেক মজার আর দরকারি কাজ করা যায় যেটা অনেকেরই অজানা। এমন কিছু কাজের উদাহরণ দেওয়া হলো।
শিফট কি আর ক্লিকসম্পাদনার সব প্রোগ্রামই লেখার নির্দিষ্ট অংশ নির্বাচনের সুবিধা দিয়ে থাকে। আপনি যদি চান একটা পাতার লেখার শুধু মাঝখানের কয়েক লাইন নির্বাচন করবেন তবে সেই লেখার লাইনের শুরুতে একটা মাউসের বাম বোতাম চেপে কি-বোডের্র শিফট বোতাম চেপে ধরুন, যেখানে শেষ করবেন সেখানে গিয়ে মাউসে আরেকবার ক্লিক করলেই নির্দিষ্ট লেখাগুলো নির্বাচিত হয়ে যাবে এবং প্রয়োজনে সেটিকে কাট, কপি করতে পারবেন।
চাকার ব্যবহার
মাউসের চাকা বা স্ক্রল সাধারণত কোনো পৃষ্ঠাকে ওঠানামা করার কাজে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু জানেন কি এই চাকা মাউসের তৃতীয় বোতাম হিসেবেও কাজ করে থাকে। ইন্টারনেট ব্যবহারের সময় কোনো ওয়েব ঠিকানার ওপর মাউসের কারসর রেখে স্ক্রল বোতাম চাপলে সেই সংযোগ আলাদা একটি ট্যাবে খুলে যাবে। কাঙ্ক্ষিত সাইটের কোনো পৃষ্ঠাকে বড় বা ছোট করে করে দেখতে চাইলে Ctrl কি চেপে মাউসের স্ক্রল উপরে-নিচে ঘোরালেই চলে। পাতাটি পর্যায়ক্রমে জুম-ইন, জুম-আউট হতে থাকবে।
ক্লিক করে নির্বাচন
কোনো লেখার একটি শব্দের ওপর দুই ক্লিক করলে সেটা নির্বাচন করা যায়। যদি পুরো প্যারা নির্বাচন করতে চান, তাহলে তিন ক্লিক করতে হবে। অনেক সময় কম্পিউটারে কোনো কাজ সম্পন্ন করতে সতর্কতামূলক বার্তা আসে এবং Yes বা No নির্বাচন করতে বলে। ডিফল্ট অ্যাকশন যদি Yes হয়, তাহলে মাউসের Snap To অপশন ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবে মাউসের কারসর Yes বোতামের কাছে চলে যাবে। এতে করে মাউস না ঘুরিয়ে কাজটি সম্পন্ন করতে এক ক্লিকের প্রয়োজন হবে। এ জন্য কম্পিউটারের কন্ট্রোল প্যানেল থেকে Mouse-এর Properties-এ যান। এখানে Pointer Options ট্যাবের Snap To-এর পাশে টিক চিহ্ন দিয়ে Apply বোতামে ক্লিক করলে কাজটি হবে। এখন যেকোনো ডিফল্ট অ্যাকশনের জন্য মাউসের কারসর সেখানে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে।